Home বান্দরবানের খবর মুক্তি পেলেন অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন

মুক্তি পেলেন অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন

25
0
মুক্তি পেলেন অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে সশস্ত্র পাহাড়ি সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট ( কেএনএফ ) এর হাতে অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো.আনোয়ার হোসেনকে দীর্ঘ ১৫ দিন পর মুক্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে বান্দরবানের রুমা উপজেলার কেউক্রাডং এলাকার দুর্গম পাহাড়ে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়। বর্তমানে সার্জেন্ট আনোয়ার রুমা উপজেলার বগালেক সেনাবাহিনীর ক্যাম্পে রয়েছেন। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন বলেও সংশ্লিষ্ট সুত্রে জানা যায় , তার সাথে সেখানে তার পরিবারের সদস্যরাও অবস্থান করছেন।

এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো.আনোয়ার হোসেন এর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ।

প্রসঙ্গত : গত ১৬মার্চ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের নির্মাণাধীন বান্দরবানের রুমা-কেওক্রাডং সড়কের সুংসং পাড়া থেকে বান্দরবানের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ ) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারসহ ৩জনকে ধরে নিয়ে যায়। পরে অন্যান্যদের ছেড়ে দিলে ও দীর্ঘ ১৫ দিন পর সার্জেন্ট আনোয়ার মুক্তি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here