Home আন্তর্জাতিক মিয়ানমারে ৪০ রাজনৈতিক দল বিলুপ্ত, যুক্তরাষ্ট্রের নিন্দা

মিয়ানমারে ৪০ রাজনৈতিক দল বিলুপ্ত, যুক্তরাষ্ট্রের নিন্দা

23
0
মিয়ানমারে ৪০ রাজনৈতিক দল বিলুপ্ত, যুক্তরাষ্ট্রের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে মিয়ানমারে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে না বলেও জানিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, সেনা সরকারের একতরফা নির্বাচনের কারণে অস্থিরতা আরও বাড়বে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার এক ঘোষণায় অং সান সু চির দল এনএলডিসহ মোট ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে দেশটির সেনা সরকার। বেধে দেয়া সময়ে নিবন্ধন করতে ব্যর্থতার অভিযোগ আনা হয় দলগুলোর বিরুদ্ধে।

বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আরও পাকাপোক্ত করার বন্দোবস্ত করছে সেনা সরকার। জান্তা সরকারের এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জাপান ও অস্ট্রেলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here