Home জাতীয় মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে, সাংবাদিকতার বিরুদ্ধে নয় : আইনমন্ত্রী

মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে, সাংবাদিকতার বিরুদ্ধে নয় : আইনমন্ত্রী

28
0
মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে, সাংবাদিকতার বিরুদ্ধে নয় : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মিথ্যা তথ্যের জন্য প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে মিথ্যা তথ্যের বিরুদ্ধে, সাংবাদিকতার বিরুদ্ধে নয়।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নওগাঁয় নিহত সুলতানা জেসমিনের ক্ষেত্রে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক। ট্র্যাজেডিক কারণে তার মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

এদিকে শামসুজ্জামানকে আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। গতকাল বুধবার সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার কারাগারে পাঠানোর আবেদনে উল্লেখ করেন, আসামি শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।

গতকাল বুধবার (২৯ মার্চ) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় আরেকটি মামলা করেন অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামে এক ব্যক্তি। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here