নিজস্ব প্রতিবেদক: প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে মামলার পর আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৯ মার্চ) দুপুরে বেসরকারি রিহ্যাবিলেটেশন সেন্টারের মধ্যে অনুদান বিতরণ ও বার্ষিক ড্রাগ রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন নিজস্ব গতিতে চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, মামলা করেন। পুলিশকে তো ব্যবস্থা নিতেই হবে।’
তিনি বলেন, ‘যতোটা জানি, একটা মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। তবে প্রথম আলোর সাংবাদিকও ঠিক করেননি। স্বাধীনতার এতো বছরে এতোদূর এগুনোর পর এ ধরনের ভুয়া সংবাদ করা ঠিক হয়নি। আমি পুরো বিষয়টা এখনও জানি না, জেনে আপনাদের জানাতে পারবো।’
তিনি বলেন, প্রথম আলো যে সংবাদটি প্রকাশ করেছে, সেটা যে মিথ্যা ছিল, তা ৭১ টিভির সংবাদে পরিষ্কার হয়ে উঠে এসেছে।
তবে একজন সাংবাদিককে রাতের অন্ধকারে তুলে নিয়ে যেতে হবে কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের কোনও জবাব দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।