Home অপরাধ ভারতে বিজেপির এমপি গ্রেপ্তার

ভারতে বিজেপির এমপি গ্রেপ্তার

26
0
ভারতে বিজেপির এমপি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ঘুষ নেয়ার অভিযোগে ভারতের কর্নাটকের বিজেপি বিধায়ক মাদল বিরূপাক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চুক্তি পাইয়ে দেয়ার নাম করে ঘুষ নিয়েছিলেন মাদলের ছেলে প্রশান্ত কুমার। সেই ঘুষের ৪০ লাখ রুপী নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন প্রশান্ত কুমার। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন মাদল। ঘটনার ২০ দিনের বেশি সময় পর সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রশান্ত কুমার কর্নাটক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের ২০০৮ সালের ব্যাচের কর্মকর্তা ছিলেন। সাবান ও ডিটারজেন্ট তৈরির কাঁচামাল কেনার একটি চুক্তি পাইয়ে দেয়ার জন্য এক কন্ট্রাক্টরের কাছ থেকে ৮১ লাখ রুপি ঘুষ চেয়েছিলেন প্রশান্ত। এরপর সরকারি কর্মকর্তাদের দ্বারস্থ হন ওই কন্ট্রাক্টর।

প্রশান্ত কুমারকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। ৪০ লাখ রুপি ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। বাবা মাদল বিরূপাক্ষের হয়ে তিনি ঘুষ নিচ্ছিলেন বলে জানা যায়। মোট ৩ ব্যাগ ভর্তি নোট উদ্ধার করা হয় অফিস থেকে।

বিরূপাক্ষ হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন। কিন্তু হাইকোর্ট বিজেপি বিধায়কের কথায় কর্ণপাত করেনি। জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here