Home স্বাস্থ্য বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৪০ লাখ ছুঁইছুঁই

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৪০ লাখ ছুঁইছুঁই

21
0
বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে আজ রোববার (২ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৯৯৪ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩১ হাজার ৯৩৫ জনে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৬২ লাখ ২২ হাজার ২০৫ জন এবং মোট মারা গেছে ১১ লাখ ৫৫ হাজার ৯৮ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে রোববার সকাল ১০টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৭৮১ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৮৭৬ জনে।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৮ লাখ ২৫৫ জন এবং মারা গেছে এক লাখ ৬৫ হাজার ৬৭৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here