Home অর্থনীতি বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বাঙ্গা

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বাঙ্গা

25
0
বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক: নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন দাখিল না করায় বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। ভারতীয়-আমেরিকান এই ব্যবসায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী এবং তিনি বাইডেনের একান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই পদের জন্য অজয় বাঙ্গার নাম এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নিয়োগের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে বুধবার। এর মধ্যে অজয় বাঙ্গা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।

৬৩ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা ইতোমধ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট সমর্থন পেয়েছেন। তাতে তার নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত। যেসব দেশের সমর্থন তিনি পেয়েছেন, সেগুলো হলো বাংলাদেশ, যুক্তরাজ্য, কলম্বিয়া, মিসর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, আইভরি কোস্ট, জাপান, কেনিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।

এর আগে ১৬ই ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আগামী জুনের শেষদিকে পদ ছেড়ে দেবেন। তিনি পাঁচ বছর মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়েছিলেন ২০১৯ সালের এপ্রিলে। ২০২৪ সালের এপ্রিলে তার মেয়াদ শেষ হওয়ার কথা। তিনি ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি। ট্রাম্পের মনোনয়নের কারণেই তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। জলবায়ুসহ নানা খাতে অর্থায়ন নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন। এ কারণে তিনি আগাম পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার পদত্যাগের ঘোষণার পর থেকে নতুন প্রেসিডেন্ট নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়। অজয় বাঙ্গা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পছন্দের ব্যক্তি। যে কারণে তাকে ওই পদের জন্য মার্কিন ট্রেজারি বিভাগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here