Home খেলাধুলা বিশ্বকাপের বাছাইপর্বে নেমে গেল শ্রীলঙ্কা

বিশ্বকাপের বাছাইপর্বে নেমে গেল শ্রীলঙ্কা

25
0
বিশ্বকাপের বাছাইপর্বে নেমে গেল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক: সরাসরি ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ খেলা হচ্ছে না শ্রীলঙ্কার। ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ খেলতে হলে এখন পেরুতে বাছাই পর্বে খেলে জিতে আসতে হবে।

আজ (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হেরেছে দাসুন শানাকার দল। এই হারে পয়েন্ট তালিকার নয় নম্বরে থেকে ওয়ানডে সুপার লিগ শেষ করেছে শ্রীলঙ্কা।

আইসিসির নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের প্রথম আট দল সরাসরি বিশ্বকাপ খেলবে। ১০ দলের বিশ্বকাপে অন্য দুই দল বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার সুযোগ পাবে।

তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট পায় শ্রীলঙ্কা। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর ৭০ রানের মধ্যে টপঅর্ডারের সবাইকে হারায় দলটি। ওপেনার পাথুন নিশনকা সর্বোচ্চ ৫৭ রান করেন। মিডল দাসুন শানাকার ৩১ আর চামিকা করুণারত্নের ২৪ রানে ৪১ ওভার ৩ বলে ১৫৭ রানে অলআউট হয়।

নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ম্যাট হেনরি, হেনরি শিপলে আর ড্যারিল মিচেল।

জবাবে ব্যাটে নেমে লঙ্কান বোলারদেও তোপের মুখে পড়ে কিউইরা। ২১ রানের মাথায় ৩ উইকেট হারায়। এরপর ৫৯ রানে চতুর্থ উইকেট পতনের পর জয়ের আশাই করছিল শ্রীলঙ্কা। তবে তিনে নামা উইল ইয়ং ছয়ে নামা হেনরি নিকোলাসকে নিয়ে সব ঘুরিয়ে দেন।

এই দুজনের ১০০ রানের অপরাজিত জুটিতে ১৭ ওভার আগেই জয় পায় নিউজিল্যান্ড। আর শ্রীলঙ্কাকে নামিয়ে দেয় বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে। ইয়ং ১১৩ বলে ৮৬ আর নিকোলাস ৫২ বলে ৪৪ রান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here