Home জাতীয় বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে হবে- প্রধানমন্ত্রী

বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে হবে- প্রধানমন্ত্রী

28
0
বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে হবে- প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পর বিদেশে শ্রমিক পাঠাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সকালে গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষযক জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় তিনি একথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজার খুঁজে বের করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘যে দেশে যে ধরনের কাজের চাহিদা আছে সেসব কাজে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যারা প্রশিক্ষণ নিয়ে বিদেশে কাজ করতে যাচ্ছেন তারা ক্ষতির সম্মুখীন হয় না বরং যারা দালালের মাধ্যমে যাচ্ছেন তারাই বিপদে পড়ছেন’।

বর্তমানে সব দেশেই অর্থনৈতিক কূটনীতি বৃদ্ধির জন্য দূতাবাসগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, ‘দূতাবাসগুলোতে নির্দেশনা দেয়া আছে, এখনকার কূটনীতি শুধু রাজনৈতিক নয়, এটা এখন অর্থনৈতিক কূটনীতির স্তরে নিতে হবে’।

প্রধানমন্ত্রী হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকে টাকা পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে তা অন্য খাতে চলে যায়। অনেক সময় টাকা বেহাতও হয়ে যায়। তাই বৈধ পথে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সবার জন্যই ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here