Home খাগড়াছড়ির খবর বাড়ি বাড়ি গিয়ে বিজিবির ইফতার ও খাবার বিতরণ

বাড়ি বাড়ি গিয়ে বিজিবির ইফতার ও খাবার বিতরণ

28
0
বাড়ি বাড়ি গিয়ে বিজিবির ইফতার ও খাবার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত রক্ষায় নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।

গত দুইদিন বিকালে রামগড় ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে: কর্নেল হাফিজুর রহমানের পক্ষ থেকে রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী ও রাতের খাবার তুলে দেন ৪৩ বিজিবির ইন্ট অফিসার মোঃ জাহানুর ইসলাম।

এ সময় তিনি বলেন, পাহাড়ে সম্প্রীতি অটুট রাখতে ৪৩ বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সবসময় অসহায় মানুষদের পাশে আছে এবং থাকবে। পবিত্র মাহে রমজান জুড়ে ৪৩ বিজিবি রামগড় জোনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইফতার ও খাবার বিতরণকালে রামগড় জোন ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here