Home আন্তর্জাতিক বাখমুত দখলে রাশিয়ার অগ্রগতির কথা স্বীকার ইউক্রেনের

বাখমুত দখলে রাশিয়ার অগ্রগতির কথা স্বীকার ইউক্রেনের

24
0
বাখমুত দখলে রাশিয়ার অগ্রগতির কথা স্বীকার ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: বাখমুত দখলে রুশ সেনাবাহিনী অগ্রগতি পেয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। তবে তাদেও দাবি, রণক্ষেত্রে রাশিয়াকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদেও প্রতিবেদনে জানিয়েছে, বাখমুতের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিছুটা এগিয়েছে রুশ বাহিনী। রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ উত্তরের একটি স্টিল কারখানা দখল করেছে।

ইউক্রেনের সামরিক কর্মকর্তরা বলেছেন,শহরটিতে এখনও ইউক্রেনীয় বাহিনী অবস্থান ধরে রেখেছে। বাখমুতে গত কয়েকদিনে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হয়েছে রাশিয়াকে। ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারও।

ইউক্রেনীয় সশস্ত্রবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, বাখমুতে আক্রমণে শত্রুরা কিছু মাত্রায় সফলতা পেয়েছে। আমাদের সেনারা শহর ধরে রেখেছে এবং শত্রুদের একাধিক হামলা প্রতিহত করছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতি এড়ানোর সুযোগ ছিল না। কিন্তু শত্রুদের ক্ষয়ক্ষতি ছিল কয়েকগুণ বেশি।

পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল ডনেস্কেও লবণখনিসমৃদ্ধঅঞ্চল বাখমুত। গত কয়েক মাস ধরে বাখমুতে একের পর এক রাস্তা দখলের মাধ্যমে শহরটি ঘিরে ফেলার চেষ্টা করছে রুশ বাহিনী। কিন্তু এখন পর্যন্ত তারা তা করতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনও নিজেদের সেনাদের পিছু হটার নির্দেশ দেয়নি।

শহরটিতে প্রায় পাঁচ মাস ধরে রাশিয়ার আক্রমণ প্রতিহত করে যাচ্ছে ইউক্রেন। তবে দেশটি ও পশ্চিমা কর্মকর্তারা বলছেন, শিগগিরই তারা পাল্টা আক্রমণ শুরু করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here