Home আন্তর্জাতিক বাখমুতের গুরুত্বপূর্ণ কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনার

বাখমুতের গুরুত্বপূর্ণ কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনার

24
0
বাখমুতের গুরুত্বপূর্ণ কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন বাহিনী তীব্র প্রতিরোধের সত্ত্বেও পূর্ব ইউক্রেনের শহর বাখমুতে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। সেখানে একটি ধাতু কারখানার প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

বুধবার (৩০ মার্চ) দোনেৎস্কের ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন এ তথ্য জানিয়েছেন।

বাখমুতের যুদ্ধ গত কয়েক মাস ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযানের একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পুশিলিন বলেন, ইউক্রেনের বেশিরভাগ বাহিনী বাখমুতকা নদীর পশ্চিম দিকের আজম ধাতু কারখানায় আশ্রয় নিয়েছিল, যেখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ‘শিল্প অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়া জরুরি ছিল। এখন কার্যত বলা যেতে পারে, এটি করা হয়েছে। রুশ সেনারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে।’

উভয় পক্ষই বলেছে, তারা বাখমুতে একে অপরকে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। পুশিলিন বলেন, রাশিয়ার ওয়াগনার (ভাড়াটে বাহিনী) যোদ্ধারা শহরে আক্রমণের নেতৃত্ব দিয়ে চলেছে। ওয়াগনার ছেলেরা এগিয়ে যাচ্ছে।

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি শনিবার বলেছেন, কিয়েভ বাখমুত এবং এর আশেপাশে রাশিয়ার আক্রমণকে ঠেকাতে সক্ষম হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে।

ইউক্রেনের সামরিক কমান্ডাররা বলেছেন, তারা সদ্য পাওয়া পশ্চিমা অস্ত্রগুলো দিয়ে অচিরেই পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করবে, তবে এর মধ্যে তারা বাখমুতকে ধরে রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছে। খবর রয়টার্সের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here