Home খেলাধুলা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য উপহার পাঠালো আর্জেন্টিনা

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য উপহার পাঠালো আর্জেন্টিনা

27
0
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য উপহার পাঠালো আর্জেন্টিনা

স্পোটর্স ডেস্ক : কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের উন্মাদনা নজর কেড়েছে আর্জেন্টাইনদের। আর্জেন্টিনার জনগণও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা ফিরিয়ে দেয়ার চেষ্টা করেছেন নানাভাবে। এবার, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য উপহার পাঠিয়েছে আর্জেন্টিনা।

শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনার সেই উপহার গ্রহণ করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আর্জেন্টিনা পুরুষ ও নারী ক্রিকেট দলের অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দলের জন্য উষ্ণ ভালোবাসাও প্রকাশ করেন। একই সঙ্গে তারা বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে জার্সি পাঠান। উপহারের সেই জার্সিগুলো সাকিবের হাতে তুলে দেন ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের একটি জার্সি গ্রহণ করেছেন। আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্তোকস বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছাসহ এটি পাঠিয়েছেন। ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড জার্সিটি (তাদের তরফ থেকে) বাংলাদেশে নিয়ে এসেছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here