Home অর্থনীতি বাংলাদেশে এ প্রথম কলাগাছ থেকে শাড়ী তৈরী হল বান্দরবনে

বাংলাদেশে এ প্রথম কলাগাছ থেকে শাড়ী তৈরী হল বান্দরবনে

29
0

বাংলাদেশে এই প্রথম কলা গাছের তন্তু(আশঁ) থেকে সফলভাবে শাড়ী তৈরি সম্পন্ন হয়েছে বান্দরবনে। বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, আমি জানিনা বাংলাদেশের আর কোথাও এখনো পর্যন্ত কলা গাছের সুতা থেকে কেউ শাড়ী তৈরি করেছেন কিনা! যদি না করে থাকেন তবে এটিই হবে কলাগাছের সুতার প্রথম শাড়ী বাংলাদেশে। আর যদি কোথাও তৈরি হয়ে থাকে যে কেউ জানলে ছবিসহ জানাতে পারেন বলে জানান তিনি। এই শাড়ী নামকরণ করা হয়েছে কলাবতী শাড়ী। দীর্ঘ ১৫ দিনের কর্ম প্রচেষ্টার পর এ শাড়ী তৈরী হয় বলে জানান, এ শাড়ী তৈরির কারিগর শ্রদ্ধেয় রাধাবতী দেবী।
তিনি সুদূর মৌলভীবাজার থেকে জেলা প্রশাসকের আহবানে সাড়া দিয়ে বান্দরবানে এসে এ শাড়ীটি বুনে দিয়েছেন। তাঁর এলাকায় যারা মনিপুরী শাড়ী বুনেন তাঁরা তাঁকে বলেছিলেন এ দায়িত্ব না নিতে। কারণ তাঁরা ভয় পাচ্ছিলেন তিনি ব্যর্থ হবেন এবং জেলা প্রশাসকের কাছে কথা দিয়ে তা বাস্তবায়ন না করতে পারার কারণে মনিপুরী তাঁত শিল্পীরা ছোট হবেন।


বান্দরবন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, এ শাড়ী তৈরীতে রাধাবতী দেবী এ চ্যালেঞ্জ নিয়েছেন এবং সফল হয়েছেন, সেই সাথে সফল করেছেন আমাদের স্বপ্ন ও চিন্তা চেতনাকে। আন্তরিক কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা শ্রদ্ধেয় রাধাবতী দেবীর জন্য। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব আতিয়া চৌধুরী, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জনাব সাই সাই উ নিনি, প্রভাষক, বান্দরবান বিশ্ববিদ্যালয় কে যারা বান্দরবানের স্বপ্নের সারথি হয়ে রুটিন কাজের বাইরে গিয়ে সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মাত্র ১৫ দিনের প্রচেষ্টায় ১কেজি আশঁ থেকে এ শাড়ি তৈরী করা হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here