Home আন্তর্জাতিক ফৌজদারি অপরাধে দোষী প্রমাণিত ট্রাম্প

ফৌজদারি অপরাধে দোষী প্রমাণিত ট্রাম্প

27
0
ফৌজদারি অপরাধে দোষী প্রমাণিত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে বিপুল পরিমাণ অর্থ প্রদানের মামলায় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ এক বছর ধরে তদন্তের পর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি বিচারের মুখোমুখি হলেন।

তবে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ, ট্রাম্প তার সঙ্গে থাকা অবৈধ সম্পর্ক চেপে রাখতে ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনের আগে নিজের ব্যক্তিগত আইনজীবীর দ্বারা তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন ট্রাম্প। বরাবরই তিনি দাবি করে আসছিলেন- এটি তার বিরুদ্ধে ‘রাজনৈতিক চক্রান্ত।’

বৃহস্পতিবার এই রায়ের পরও একই দাবি করেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, ‘আমি আমেরিকার জনগণদের পাশে দাঁড়িয়েছি, কেবল এই কারণে তারা আমার ওপর এই জাল, দুর্নীতিবাজ ও অসম্মানজনক অভিযোগ এনেছে।’ সেই সঙ্গে তিনি নিউইয়র্কে ‘ন্যায়বিচার’ পাবেন না বলেও হতাশা প্রকাশ করেছেন।

এদিকে, রায়ের বিরুদ্ধে আদালতে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘তিনি কোনো অপরাধ করেননি। আমরা এই রাজনৈতিক মামলার বিরুদ্ধে আদালতে জোরালোভাবে লড়াই করব।’

এর আগে, ডোনাল্ড ট্রাম্প নিজেই শঙ্কা প্রকাশ করেছিলেন যে, তিনি গ্রেপ্তার হতে পারেন। গত ১৮ই মার্চ নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানান। সূত্র : গার্ডিয়ান, সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here