Home বিনোদন পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

29
0
পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

বিনোদন প্রতিবেদক:পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘প্রসব ব্যথা উঠলে রাত ১১টা ২০ মিনিটে মাহিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক অস্ত্রোপচার (সিজার) করার পরামর্শ দেন। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দেন মাহি। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চাই আমাদের ছেলের জন্য।’

গত ১২ই সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ঘর বাঁধেন মাহি। সেই বিয়ের খবর জানিয়ে ছিলেন ফেসবুকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here