Home আন্তর্জাতিক পুতিনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: ন্যাটো

পুতিনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: ন্যাটো

21
0
পুতিনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়ায় সমালোচনা করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। পুতিনের এই ঘোষণাকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে সামরিক এই জোটটি।

পুতিনের ঘোষণার একদিন পরেই ন্যাটো থেকে এ মন্তব্য এলো। এই ঘোষণার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহবান জানিয়েছেন কিয়েভ। বেলারুশকে জিম্মি করে মস্কো এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করছে কিয়েভ।

এদিকে, রাশিয়া ও চীন কোনো ধরনের সামরিক জোট গড়ছে না। তবে সামরিক প্রযুক্তিগত ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here