নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের আলোচনার প্রস্তাব বিএনপি গ্রহণ করছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৯ মার্চ) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান ।
দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সরকার ছাড়া ইসির সাথে আলোচনা অর্থহীন।
তিনি বলেন, বিগত নির্বাচনগুলো প্রমাণ করে এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়, কমিশনও নিরপেক্ষ থাকতে পারে না। বলেন, নির্বাচনকালীন সরকার সমস্যার সমাধান করতে হবে ক্ষমতাসীনদের।
ক্ষমতায় টিকে থাকতে লোক দেখানোর নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জনগণকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সাধারণ মানুষের কথা বলায় সাভারে সাংবাদিকদকে তুলে নেয়ার নিন্দাও জানান বিএনপি মহাসচিব ।