নিজস্ব প্রতিবেদক: গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের মাধ্যমে বিএনপি কোনো প্রস্তাব দিলে তা সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র ও দাতা গোষ্ঠী অংশগ্রহণমূল নির্বাচনের কথা বললেও তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং সংবিধানের ভেতর থেকেই সমাধানে আসতে হবে। আর এ জন্য বিএনপিকেই উদ্যোগী হয়ে প্রস্তাবনা তুলে ধরতে হবে।
জাতীয় নির্বাচনের মাত্র নয় মাস বাকি থাকলেও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে এখনও দ্বিমত রয়েছে আওয়ামী লীগ-বিএনপির। আর এ নিয়ে দৌড়ঝাপ চলছে কূটনৈতিক পাড়ায়ও।
আওয়ামী লীগ, বিএনপি দুই দলই বৈঠক করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ দাতা দেশগুলোর সাথে। নির্বাচন নিয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সবশেষ বুধবার মার্কিন রাষ্ট্রদূতের সাথে ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠক করে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় বিদেশিরা।
সংকট সমাধানে ক্ষমতাসীনরা নয়, বিএনপিকেই এগিয়ে আসতে হবে বলে মনে করে আওয়ামী লীগ। নেতারা বলছেন, কোনো ভাবেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নয়। যা বিদেশিদেরকেও জানিয়েছে আওয়ামী লীগ।
কূটনৈতিক তৎপরতায় সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা শুরু হলেও সংবিধানের বাইরে কোনো সরকার ব্যবস্থায় সায় দেবে না আওয়ামী লীগ।