Home বিনোদন নতুন সিনেমা নিয়ে আসছেন লিওনার্দো ডিক্যাপ্রিও

নতুন সিনেমা নিয়ে আসছেন লিওনার্দো ডিক্যাপ্রিও

29
0
নতুন সিনেমা নিয়ে আসছেন লিওনার্দো ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক: অস্কার বিজয়ী হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। টাইটানিক সিনেমায় মূল চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন সারা দুনিয়ায়। বছরের পর বছর ধরে তার নান্দনিক অভিনয় দক্ষতা দর্শকদের প্রদর্শন করছেন।

সম্প্রতি লিওনার্দোর আসন্ন সিনেমা ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ নির্মাতা মার্টিন স্কোরসেস সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। আগামী ৬ই অক্টোবরে সিনেমাটি প্রথমে সীমিত আকারে কিছু থিয়েটারে এবং পরবর্তীতে ২০শে অক্টোবর পুরো ইউরোপ ও আমেরিকাজুড়ে মুক্তি দেওয়া হবে।

সিনেমাটিতে লিওনার্দো ডিক্যাপ্রিওসহ রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স, লিলি গ্ল্যাডস্টোন, ব্রেন্ডন ফ্রেজার, জন লিথগোসহ আরও অনেক শিল্পী অভিনয় করেছেন।

লিওনার্দো ডিক্যাপ্রিওকে নিয়ে এর আগে চারটি ছবি নির্মাণ করেছিলেন পরিচালক মার্টিন স্কোরসেস। যার প্রতিটি ছবি ব্যবসায়িকভাবে সফল হয়েছে। ‘কিলার অব দ্য ফ্লাওয়ার মুন’ হবে পরিচালক মার্টিন স্কোরসেসের সঙ্গে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর পঞ্চম সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here