Home বান্দরবানের খবর থানচিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

থানচিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

27
0
থানচিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে থানচি উপজেলা সদর ইউনিয়নের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ৫৫ দোকানের মালিকরা পেল বান্দরবান জেলা পরিষদ ও বিজিবির সহযোগিতা ।

গতকাল ৩০ মার্চ সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিস্থিতি মোকাবেলা ( জিআর) খাতের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ানের যৌথ আয়োজনে এক আলোচনা সভা বিজিবি চেক পোস্টের হল রুমে অনুষ্ঠিত হয়।

ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের নেতা শৈসাচিং মারমার সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৩৮ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর ফা-মীম আদনান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, বাজার পরিচালনা কমিটি সভাপতি খামলাই ম্রো, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সম্পাদক জয়নাল আবেদীন, আওয়ামী লীগের নেতা মালিরাং ত্রিপুরা, মোঃ মোহসিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আপদকালীন থোক বরাদ্ধ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদেরকে নগদ ৩ হাজার টাকা ও ২টি করে কম্বল বিতরণ করা হয়েছে ।

আলোচনা সভা শেষে প্রতি ক্ষতিগ্রস্ত দোকানদারকে ৩৮ ব্যাটালিয়ানের পক্ষে থেকে ২ হাজার, জেলা পরিষদের পক্ষ থেকে ৫ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা নগদ, ও দুই বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২২ মার্চ ) বলিপাড়া বাজার ও একই সাথে ২৫ মার্চ শনিবার থানচি বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দফায় দুইটি বাজারের মোট ১১২টি দোকান পুরে ভস্মীভূত হয়। এতে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here