আন্তর্জাতিক ডেস্ক: জাপান সাগরে সুপারসনিক জাহাজ-বিধ্বংসী মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, আজ (মঙ্গলবার) একটি নকল লক্ষ্যবস্তুতে আঘাত হানে রাশিয়ার মিসাইলটি।
সীমানা বিরোধ ও ইউক্রেন যুদ্ধ নিয়ে জাপানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া এ পরীক্ষা চালাল। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পি-২৭০ মস্কিট মডেলের সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি সোভিয়েত আমলের মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। যা সমুদ্রের ৭৫ মাইলের (১২০ কিলোমিটার) মধ্যে থাকা যেকোনো জাহাজকে ধ্বংস করার ক্ষমতা রাখে।
নকল লক্ষ্যবস্তুটি ৬২ দশমিক ১৪ মাইল (১০০ কিলোমিটার) দূরে ছিল। দুটি মস্কিট ক্রুজ মিসাইল দিয়ে এটিতে সরাসরি আঘাত করা হয়। এ পরীক্ষা সফল হয়েছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এ পদক্ষেপের নিন্দা জনিয়েছে। তিনি বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালু রেখেছে রাশিয়া। এরমধ্যেই মস্কোর সেনারা জাপানের আশপাশের অঞ্চলসহ অন্যান্য স্থানে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছে। জাপান এ পদক্ষেপের নিন্দা জানাচ্ছে। মস্কোর এ ধরনের অভিযান সম্পর্কে টোকিও যথেষ্ট সজাগ থাকবে।