গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তিন শ্রমিক। এসময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার কেওয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ভবন থেকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে শ্রমিকরা স্পৃষ্ট হন। এতে তিনজন মারা যান এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।