Home খেলাধুলা কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

23
0
কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আগামীকাল বুধবার (২৯ মার্চ) আবারও নামছে আর্জেন্টিনা। এবার প্রতিপক্ষ অখ্যাত কুরাসাও। যদিও র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৮৬ নম্বরে। ম্যাচ ছাপিয়ে মেসি ও বিশ্বচ্যাম্পিয়নদের নিয়েই বেশি রোমাঞ্চিত দক্ষিণ ক্যারিবিয়ান সাগর পাড়ের দ্বীপ দেশটি। ফুরফুরে আলবিসেলেস্তে। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল থেকে পেয়েছে সম্মাননা। সান্তিয়াগো দেল এস্তেরোয় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচ।

দক্ষিণ আমেরিকান ক্লাব কম্পিটিশন কোপা লিবার্তাদোরেস ও সুদামেরিকানার ড্র অনুষ্ঠানের জমকালো আয়োজন বসেছিল প্যারাগুয়ের আসুনসিয়োয়। তবে সব আলো কেড়ে নিলেন একজন লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা।

বিশ্বচ্যাম্পিয়নদের সম্মাননা দিতে কোন কার্পণ্য করেনি দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। বিশ্বসেরা গোলরক্ষক মার্টিনেজ, কোচ লিওনেল স্কালোনি আর সর্বোপরি মেসিকে দিয়েছে সেরাদের সেরার স্বীকৃতি। লাতিন ফুটবলের এই আয়োজনে না থেকেও ছিলেন প্রয়াত পেলে ও ম্যারাডোনা।

আসুনসিয়োয় কয়েক ঘণ্টার উদযাপন শেষে সান্তিয়াগো দেল এস্তেরোতে ফিরেছে টিম আর্জেন্টিনা। যে মাঠে এবার কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে নামার অপেক্ষায় আলবিসেলেস্তেরা।

বুয়েন্স আয়ার্সের পর বিশ্ব চ্যাম্পিয়নদের এবার বরণ করে নেয়ার অপেক্ষায় আর্জেন্টিনার উত্তরাঞ্চলের মানুষ। আলবিসেলেস্তে জার্সিতে মেসির শততম গোলের ল্যান্ডমার্ক হতে পারে তাদের বাড়তি পাওনা। আন্তর্জাতিক ম্যাচে ৯৯ গোল নিয়ে কুরাসাওয়ের বিপক্ষে নামবেন এলএমটেন।

শেষ ৫ প্রীতি ম্যাচে জয় আর সব মিলে টানা ৭ ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তে। তাই এবার হয়তো নতুন মুখদের একটু পরখ করে নেবেন কোচ স্কালোনি। বিপরীতে মেসি ও আর্জেন্টিনার সঙ্গে খেলতে তর সাইছে না কুরাসাওয়ের। ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটির বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ৮৬।

কুরাসাওয়ের একজন ফুটবলার বলেন, মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। হয়তো সর্বকালের সেরাও। তার বিপরীতে খেলতে মুখিয়ে আছি। ভাবা যায় বিশ্বচ্যাম্পিয়ন ও প্রজন্মের সেরা ফুটবলারের সঙ্গে আমরা খেলতে যাচ্ছি।

আধুনিক ফুটবলে ২০১১ সালে যাত্রা শুরু করে ভেনেজুয়েলা উপকূলের ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত মাত্র দেড় লাখ জনবসতির এই দেশ। ২০১৭ ক্যারিবিয়ান কাপে ৬ বারের চ্যাম্পিয়ন জ্যামাইকাকে হারিয়ে শিরোপা জিতে হৈচৈ ফেলে দেয় আঞ্চলিক ফুটবলে। তবে আপাতত তাদের ফুটবলারদের সব মনযোগ আটকে আছে এক মেসিতে।

আরেকজন বলেন, আমাদের দলে ২০জন ফুটবলার আছে। তাই মেসিকে বলব ম্যাচ শেষে আমাদের যেন অন্তত ২৩টা জার্সি দেয়। কেন না মাত্র একটা জার্সি দিলে ড্রেসিংরুমে এই নিয়ে ঝগড়া বাধবে।

মেসিতে বুঁদ হওয়া কুরাসাওয়ের সাম্প্রতিক সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। গেলো বছর ৮ ম্যাচে জিতেছে মাত্র একটি। কদিন আগে কানাডার কাছে হেরে শুরু করেছে কনকাকাফ নেশন্স লিগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here