আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি বারে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। ওকলাহোমা সিটি পুলিশ লেফটেন্যান্ট জেফ কুপার এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ওকলাহোমা শহরের কেন্দ্রস্থলের দক্ষিণ-পশ্চিমে একটি বার এবং খাবারের দোকান হুইস্কি ব্যারেল সেলুনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর নাম প্রকাশ করেনি।