Home আন্তর্জাতিক এপ্রিলে তুরস্ক যেতে পারেন পুতিন

এপ্রিলে তুরস্ক যেতে পারেন পুতিন

17
0
এপ্রিলে তুরস্ক যেতে পারেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: আসছে এপ্রিলে তুরস্ক সফরে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ২৭শে এপ্রিল তুরস্কে পারমাণবিক শক্তিসমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে। সেখানে পুতিনের উপস্থিতি থাকতে পারে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, এপ্রিলে তুরস্কে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোসাতোম আক্কু নামের এই চুল্লিটি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা তৈরি করা হয়েছে। এটি উদ্বোধনের জন্যই তুরস্কে আসতে পারেন পুতিন।

গতকাল (বুধবার) এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, ‘খুব সম্ভবত পুতিন ২৭শে এপ্রিল তুরস্কে আসবেন, এমন সম্ভাবনা আছে। অথবা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।’

গত শনিবার ফোনালাপ হয় এরদোয়ান ও পুতিনের। ওই ফোনের পর ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। যার মধ্যে আক্কু পারমাণবিক চুল্লির বিষয়টিও ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here