Home রাজনীতি একতরফা নির্বাচন করতে দেয়া হবে না- ফখরুল

একতরফা নির্বাচন করতে দেয়া হবে না- ফখরুল

29
0
একতরফা নির্বাচন করতে দেয়া হবে না- ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার। তবে আগের মত নির্বাচন আর করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলের আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী মত এবং বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে একতরফা নির্বাচন দিয়ে আবারও ক্ষমতা আসতে চায় সরকার।

মির্জা ফখরুল বলেন, সরকার মানুষের জীবনের মূল্য দিতে জানে না। তাই, যেকোনো উপায়ে ক্ষমতা থাকতে চায় তারা। বিএনপি দানবের বিরুদ্ধে লড়াই করছে উল্লেখ করে তিনি আরও বলেন, র‍্যাবের হেফাজতে নিরপরাধ নারীর মৃত্যুর দায় সরকারকে নিতে হবে।

তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন আওয়ামী লীগের দালালরা অনুষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা করেছে।

ইফতার অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিকদের উপর নেতাকর্মীরা চড়াও হওয়ায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন মির্জা ফখরুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here