Home আদালত উপজেলা পরিষদে ইউএনওদের একচ্ছত্র ক্ষমতা থাকছে না

উপজেলা পরিষদে ইউএনওদের একচ্ছত্র ক্ষমতা থাকছে না

24
0
উপজেলা পরিষদে ইউএনওদের একচ্ছত্র ক্ষমতা থাকছে না

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদ আইনে ইউএনওদের মুখ্য নির্বাহী কর্মকর্তা করার বিধান অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। এখন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে উপজেলা পরিষদ পরিচালিত হবে।

আজ বুধবার (২৯শে মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

জনগণের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বাদ দিয়ে উপজেলা নির্বাহী অফিসাররা কীভাবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি হন তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here