Home আন্তর্জাতিক ইসরাইলি হামলায় ইরানের সামরিক উপদেষ্টা নিহত

ইসরাইলি হামলায় ইরানের সামরিক উপদেষ্টা নিহত

24
0
ইসরাইলি হামলায় ইরানের সামরিক উপদেষ্টা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সামরিক উপদেষ্টা মিলাদ হায়দারি নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) মধ্যরাতে সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে একটি এলাকায় বিমান হামলায় মিলাদ হায়দারি নিহত হন। খবর: আরব নিউজ’র।

ইরান বলছে, দামেস্কের আমন্ত্রণে বিভিন্ন দায়িত্ব পালনে ইরানি সেনারা সিরিয়ায় নিয়োজিত রয়েছেন। ২০১১ সালে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত বিপ্লবী গার্ডের কর্মকর্তাসহ অনেক ইরানি সেনা সিরিয়ায় নিহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় দুই সেনা আহত হন। একটি গাড়িতে হামলা হয় বলে জানা যায়। গাড়িটি ইরানপন্থী লোকজনকে নিয়ে যাচ্ছিল।

গত ২২শে মার্চ আলেপ্পোর উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা হয়। আঞ্চলিক গোয়েন্দা সূত্রে জানা যায়, ইরানি অস্ত্রের মজুদ লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here