Home খেলাধুলা ইপিএলের হল অব ফেমে ফার্গুসন-ওয়েঙ্গার

ইপিএলের হল অব ফেমে ফার্গুসন-ওয়েঙ্গার

22
0
ইপিএলের হল অব ফেমে ফার্গুসন-ওয়েঙ্গার

ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন ও আর্সেনালের সাবেক বস আর্সেন ওয়েঙ্গার ইংলিশ প্রিমিয়ার লিগের হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন।

৮১ বর্ষী ফার্গুসন প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল ম্যানেজার। রেড ডেভিলদের কোচ হিসেবে ১৩টি শিরোপা জিতেছেন। অপরদিকে, ওয়েঙ্গার ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত থাকাসহ আর্সেনালকে তিনবার শিরোপা জেতানোয় ভূমিকা রাখেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে অবদানের স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফার্গুসন বলেন, আপনি যখন এই ধরনের স্বীকৃতি পান তখন এটি সম্মানের বিষয়। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরি এবং সেখানে বহু বছর ধরে থাকা সকলের সঙ্গে গভীর সম্পর্ক, ক্লাবের স্টাফ এবং আমার খেলোয়াড়দের জন্যও গর্বিত।

বর্তমানে ফিফার ফুটবল উন্নয়ন প্রধান হিসেবে কাজ করা ৭৩ বর্ষী ওয়েঙ্গার বলেন, প্রিমিয়ার লিগের হল অফ ফেমের জন্য নির্বাচিত হওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমরা সবসময় ভক্তদের বিশেষ কিছু দিতে চেয়েছিলাম এবং যখন আপনার কাছে অসাধারণ কিছু করতে সক্ষম খেলোয়াড় থাকে, তখন আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাধ্যবাধকতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here