Home অর্থনীতি আলোকিত পাহাড় গড়তে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়ন করছে উন্নয়ন বোর্ড

আলোকিত পাহাড় গড়তে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়ন করছে উন্নয়ন বোর্ড

8
0

রাঙ্গামাটি প্রতিনিধি-
বর্তমান সরকার পার্বত‍্য চট্টগ্রাম অঞ্চলকে আলোকিত করতে কাজ করার পাশাপাশি এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
সোমবার (২২ মে) সকালে রাঙামাটির বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ২য় পার্যয় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে নিরলসভাব কাজ করছে। প্রধানমন্ত্রী হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলােকিত করার জন্য অত্যান্ত আন্তরিক। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছ দেয়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার। পার্বত্য চট্টগ্রাম উনয়ন বোর্ড পর্যায়ক্রমে সােলার প্যানলের মাধ্যমে এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। সােলার প্যানেলের জন্য কেউ যাতে কারাে কাছে টাকা না দেয় সেই বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করছেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যে সোলার প্যানেল দিচ্ছে তা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। কেউ এই সোলার প্যানেল দেওয়ার কথা বলে টাকা দাবী করলে না দেওয়া আহ্বান জানান তিনি।
এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বোডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তুষ কুমার চাকমা, বরকল থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীনসহ বরকল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ২নং বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, সদস্য সচিব সাইফুল ইসলাম মনির সহ সংশ্লিষ্টরা। রোববার ৪৬২ জন উপকারভোগীদের মাঝে এই সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here