ক্রীড়া ডেস্ক: পেনাল্টিতে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো ২৬ বছরের তরুণ তারকা গঞ্জালো মন্তিয়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক নারী দাবি করেছেন, মন্তিয়েলের বাসায় যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, আর্জেন্টিনার ‘রেডিও ১০’ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগীর আইনজীবী র্যাকুয়েল হারমিদা বিষয়টি সামনে আনেন।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের পহেলা জানুয়ারি মন্তিয়েলের জন্মদিনের পার্টিতে যোগ দেন তিনি। মন্তিয়েল পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ডেকে নেন তাকে। সেখানে দুটি পানীয় চেষ্টা করার পর সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন। কয়েক ঘণ্টা পর তিনি নিজেকে নিজ বাসার গেটে আবিষ্কার করেন। তখনই সন্দেহ হয় ধর্ষণের শিকার হয়েছেন তিনি। নিশ্চিত হতে চিকিৎসকের শরণাপন্ন হন এবং মেডিকেল রিপোর্টে জানানো হয়, ধর্ষণ করা হয়েছে তাকে।
তবে কতজন তাকে নির্যাতন করেছেন অচেতন হওয়ায় তিনি জানাতে পারেননি। ধারণা করছেন তাকে ফেলে এসেছেন মন্তিয়েল। পরে এ বিষয়ে কথা বলতে গেলে তাকে হুমকি দেন মন্তিয়েল ও তার মা।
অভিযোগ করার আগে সেই নারী এত দিন সময় নিলেন কেন, এমন প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন হারমিদা। তাঁর দাবি, ঘটনার শিকার নারীটি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আত্মহত্যার কথাও নাকি ভেবেছিলেন।
অভিযোগকারী নারী বুয়েনস এইরেসের লা মাতানজা অঞ্চলে থাকেন। পেশায় তিনি একজন মডেল। ভুক্তভোগীর দাবি, মন্তিয়েলের সাথে সম্পর্ক ছিল তার। সেই নারী বলেছেন, ওকে (মন্তিয়েল) বাঁচানোর চেষ্টায় আমার মস্তিষ্ক ধোলাই করা হয়েছে। আমি জানি না একজন না ২০ জন মিলে এটা (ধর্ষণ) করেছে। সপ্তাহের পর সপ্তাহ তারা আমাকে ফোন করেছে, হুমকি দিয়েছে। ভয় পেতাম বের হলেই হয়তো গুলি করবে।
তবে মন্তিয়েল বা তার পরিবারের কেউ বিষয়টি নিয়ে এখনো কথা বলেনি।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মন্তিয়েল। দলের শেষ পেনাল্টি নিয়েছিলেন আর্জেন্টাইন এ তারকা। আর তাঁর লক্ষ্যভেদে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে।