ক্রীড়া ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ দল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, সিরিজের দ্বিতীয় টি- টোয়েন্টি ক্রিকেটে আজ বুধবার সাকিব আল হাসান ও লিটন দাসের রেকর্ড গড়া ম্যাচে বাংলাদেশ ৭৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। সাকিব নেন ৫ উইকেট। বৃষ্টির কারণে দুপুর ২টার খেলা শুরু হয় বিকাল পৌনে চারটায়। খেলা কমিয়ে আনা হয় ১৭ ওভারে।
বাংলাদেশের দেয়া ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে । প্রথম ওভারের প্রথম বলেই তাসকিন সাজঘরের পথ দেখিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টারলিংকে। শরীরের বাইরের বলে চালাতে গিয়ে স্টারলিং (০) হয়েছেন উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ।
৬ ওভারের পরিবর্তে পাওয়ার প্লে হয় ৫ ওভারের। লিটন থামেন ৮৩ রানে, সাকিব করেন ২৪ বলে ৩৮ রান, সাকিব-হৃদয়ের ৫০ রানের জুটি।
উদ্বোধনী জুটিতে ১২৪ রান করার মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। টি-টোয়েন্টিতে উদ্বোধী জুটিতে এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের জুটি। ওপেনিং জুটিতে তারা ৯.২ ওভারে ১২৪ রানের জুটি গড়ার মধ্য দিয়ে নাঈম-সৌম্যর জুটিকে ছাড়িয়ে যান। টি-টোয়েন্টিতে দেশের পক্ষে ১৮ বলে দ্রুততম অর্ধশতক করেছেন লিটন কুমার দাস। এর আগে ২০০৭ সালে ২০ বলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড ছিলো আশরাফুলের। নির্ধারিত ১৭ ওভার ৩ উইকেটে বাংলাদেশ তোলে ২০২ রান।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও অদম্য শক্তি হয়ে উঠছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ইতোমধ্যে এগিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। আজ সফরকারীদের হারিয়ে প্রথমবার টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।