আন্তর্জাতিক ডেস্ক: কোনো প্রকার গ্রেপ্তারি পরোনা ছাড়াই আফগানিস্তানে তালেবানদের হেফাজতে রয়েছে তিন ব্রিটিশ নাগরিক। তাদেরকে ভিন্ন ভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (পহেলা এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছে একটি মানবিক সংস্থা প্রেসিডিয়াম নেটওয়ার্ক।বন্দিদের মধ্যে একজনের নাম কেভিন কর্নওয়েল, ৫৩ বছর বয়সী এই ব্যক্তি মিডলসব্রার বাসিন্দা বলে প্রেসিডিয়াম নেটওয়ার্ক নামের ওই মানবাধিকার সংগঠনের স্কট রিচার্ডস বিবিসিকে জানিয়েছেন। কর্নওয়েল ও অনামা নামের আরেক ব্যক্তিকে গত ১১ জানুয়ারি আটক করা হয়। তৃতীয় ব্রিটিশ নাগরিককে তালেবান পৃথক এক দিনে হেফাজতে নেয় বলেও রিচার্ডস নিশ্চিত করেছেন। আটক তিনজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনজনের মধ্যে দুজন গত জানুয়ারি থেকে তালেবানের হাতে আটক আছেন বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় ব্যক্তি ঠিক কত দিন ধরে আটক, তা নির্ধারিত ভাবে জানা যায়নি।
মানবিক সংস্থাটি আরও জানায়, ভুল বোঝাবুঝি থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজনই ভালো আছেন। তাঁদের ছেড়ে দেওয়ার জন্য তালেবানের প্রতি সংস্থাটি আহ্বান জানিয়েছে।
গত বছর তালেবান এক টেলিভিশন ক্যামেরাম্যানসহ আটক পাঁচ ব্রিটিশ নাগরিককে মুক্তি দেয়। এই পাঁচ ব্যক্তি প্রায় ছয় মাস ধরে তালেবানের হাতে আটক ছিলেন।