রাঙামাটি: আসছে নতুন বছর। নতুন বছরে সবার আশা পাহাড়ে মৃত্যুর মিছিলে যেন আর লাশের সংখ্যা না বাড়ে। সবুজ অরণ্য, গিরি হ্রদ ঘেরা পাহাড়ি এই জনপদ যেন আরও সবুজ হয়ে ওঠে। রক্তের হোলি খেলা বন্ধ হয়ে শান্তির পায়রা উড়াক সবাই এমনটাই প্রত্যাশা পাহাড়ের শান্তিকামী সব সম্প্রদায়ের।